অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর
Wbbse Class 10 Bengali অসুখী একজন কবিতার (পাবলো নেরুদা) Question Answer In Bengali। ক্লাস 10 (Class 10) বাংলা বিষয়ের অসুখী একজন কবিতার (পাবলো নেরুদা) প্রশ্ন ও উত্তর নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দশম শ্রেণীর বাংলা বিষয়ের অসুখী একজন কবিতার (পাবলো নেরুদা) (Class 10 Bengali suggestion 2025) নিচের দেওয়া প্রশ্ন গুলি তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ (Very Very Important)। এই প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনাও অনেক বেশি থাকে। তাই ক্লাস 10 বাংলা বিষয়ের অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর (Wbbse Madhyamik Bengali Kobita Osukhi Ekjon) গুলি তোমরা ভালো করে পড়তে থাকো। আশা করি ক্লাস 10 বাংলা বিষয়ের অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর গুলি তোমাদের অনেক সাহায্য করবে। এখানে MCQ ,SAQ , সংক্ষিপ্ত এবং রচনাধর্মী সব রকমের প্রশ্নের আলোচনা করা হলো।
দশম শ্রেণীর আরও অন্যান্য বিষয়ের নোটস ও সাজেশন(Class
10 Suggestion All Subject 2024) পেতে আমাদের সাথে যুক্ত থাকো। আর
আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের দেওয়া কন্টাক্ট ফর্ম (Contact
Form) এ নিজের ডিটেলস সাবমিট(Submit)
করো।
অসুখী একজন কবিতার mcq । Multiple Choice Question (MCQ) প্রশ্নোত্তর । প্রতিটি প্রশ্নের মান – 1 । মাধ্যমিক বাংলা অসুখী একজন কবিতার (পাবলো নেরুদা) প্রশ্ন ও উত্তর 2025 । Madhyamik Bengali 2025
1. 'অসুখী একজন' কবিতাটি
মূল কোন ভাষায় রচিত?
A)
ফারসি
B)
আরবি
C)
স্প্যানিশ
D)
ইংরেজি
উত্তর: C)স্প্যানিশ।
2. 'শান্ত হলুদ দেবতারা '
হাজার বছর ধরে ----
A)
ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখেছিলেন।
B)
জীবনের প্রতি উদাসীন ও নির্লিপ্ত ছিলেন।
C)
মানুষকে ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দিচ্ছিলেন।
D)
অহিংস হতে মানুষ কে উদ্বুদ্ধ করেছিলেন।
উত্তর: A)ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখেছিলেন।
3. ' নেমে এলো তার মাথার উপর' --- কী নেমে এলো?
A)
মেঘ
B)
বছর
C)
মাস
D)
দিন
উত্তর: B)বছর।
4. ' ধরে গেল আগুন' কোথায়?
A)
ঘন অরণ্যে
B)
জনবসতিতে
C)
ফসলের খেতে
D)
সমস্ত সমতলে
উত্তর: D)সমস্ত সমতলে ।
5. ' পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে' ---
A)
পূজার সামগ্রী
B)
মন্দির চূড়া
C)
শান্ত হলুদ দেবতারা
D)
সবকটিই ঠিক
উত্তর: C)শান্ত হলুদ দেবতারা ।
6. ' আমি' চরিত্রটি কোথায় ঘুমিয়েছিল?
A)
ঝুলন্ত বিছানায়
B)
গাছের ছায়ায়
C)
নাটমন্দির
D)
রাস্তায়
উত্তর: A)ঝুলন্ত বিছানায়।
7. ' অসুখী একজন' কবিতায়
কবির ঝুলন্ত বিছানার ধারের গাছটি হলো---
A)
গোলাপি
B)
হলুদ
C)
নীল
D)
সবুজ
উত্তর: A)গোলাপি।
8. " বছরগুলো নেমে এলো তার মাথার ওপর।" -- বছরগুলো
তার মাথার ওপর নেমে এসেছিল ---
A)
বৃষ্টির মতো
B)
রক্তের কালো দাগের মতো
C)
রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো
D)
পর পর পাথরের মতো
উত্তর: D)পর
পর পাথরের মতো।
9. ' ডুবে ছিল ধ্যানে '
--- কত দিনের ধ্যান?
A)
এক যুগ
B)
শতবর্ষ
C)
হাজার হাজার বছর
D)
যুগের পর যুগ ধরে ।
উত্তর: C)হাজার হাজার বছর।
10. ' যেখানে ছিল শহর / সেখানে
ছড়িয়ে রইল' -- কী ছড়িয়ে রইল?
A)
পেয়ের দাগ
B)
কাঠকয়লা
C)
গোলাপি গাছ
D)
প্রাচীন জলতরঙ্গ
উত্তর: B)কাঠকয়লা।
11. "তারা আর স্বপ্ন দেখতে পারল না।" -- করা স্বপ্ন দেখতে পারল না?
A)
সেই মেয়েটি
B)
গির্জার নান
C)
কবিতার কথক
D)
শান্ত হলুদ দেবতারা
উত্তর: D)শান্ত হলুদ দেবতারা।
12. ' সে জানতো না' সে বলতে বোঝানো হয়েছে
A)
একটি শিশু কে
B)
একজন সাধারণ নারী কে
C)
ঈশ্বরকে
D)
গির্জার এক সন্ন্যাসীকে
উত্তর: B)একজন
সাধারণ নারী কে ।
13. ' তারপর যুদ্ধ এল' --
A)
পাহাড়ের আগুনের মতো
B)
রক্তের সমুদ্রের মতো
C)
আগ্নেয় পাহাড়ের মতো
D)
রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো।
উত্তর: D)রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো।
অসুখী একজন কবিতার ছোট প্রশ্ন উত্তর।একটি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান – 1 । মাধ্যমিক বাংলা অসুখী একজন কবিতার (পাবলো নেরুদা) প্রশ্ন ও উত্তর 2025 । Madhyamik Bengali 2025
1. ' অসুখী একজন '
কবিতাটি কে বাংলায় তরজমা করেছেন?
উত্তর: নবারুণ ভট্টাচর্য্য।
2. ' সে জানতো না' --- 'সে ' কী জানতো না?
উত্তর: কবি পাবলো নেরুদার '
অসুখী একজন' কবিতায়, কথকের প্রিয়তমা নারীকল্প স্বদেশ জানতো না, কথক আর কখনো ফিরে আসবে না।
3. ' শিশু আর বাড়িরা খুন হলো' ---'শিশু আর বাড়িরা' খুন হয়েছিল কেন?
উত্তর: রক্তাক্ত আগ্নেয় পাহাড়ের ন্যায় রক্তক্ষয়ী যুদ্ধের করালগ্রাসে শিশু আর বাড়িরা খুন হয়েছিল। অর্থাৎ নিষ্পাপ প্রাণ ও নিরাপদ স্নেহাশ্রয়ের চিন্হটুকু মুছে দিয়েছিল এই যুদ্ধ।
4. শান্ত হলুদ দেবতারা কতো বছর ধ্যানে ডুবে ছিল?
উত্তর: আলোচ্য অংশটি পাবলো নেরুদার 'অসুখী একজন '
কবিতা থেকে নেওয়া হয়েছে । কবিতায় শান্ত হলুদ দেবতারা হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবে ছিল।
5. মিষ্টি বাড়ির আশেপাশে কী ছিল?
উত্তর: মিষ্টি বাড়ির আশেপাশে বারান্দা ছিল
যেখানে কথক ঝুলন্ত বিছানায় ঘুমাতেন। আর ছিল গোলাপি গাছ, চিমনি ও জলতরঙ্গ।
6. 'তারপর এলো যুদ্ধ '
--- কিসের মতো যুদ্ধ এসেছিল?
উত্তর: আলোচ্য অংশটি পাবলো নেরুদার '
অসুখী একজন' কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতায় কখক বলেছেন যে যুদ্ধ টি 'রক্তাক্ত এক আগ্নেয় পাহাড়ের মতো এসেছে'।
7. ' যেখানে ছিল শহর '
--- সেখানে কী ছড়িয়ে রইলো?
উত্তর: পাবলো নেরুদার 'অসুখী একজন '
কবিতায় যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে ছিল কাঠকয়লা, দোমরানো কিছু লোহা । আর পাথরের মূর্তিগুলির বিভৎস মাথা এবং রক্তের একটা কালো দাগ।
8. ' অসুখী একজন' কবিতাটি
পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: 'অসুখী একজন' কবিতাটি পাবলো নেরুদার '
Extravagaria' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
9. 'অসুখী একজন' কবিতায়
কে কথকের অপেক্ষায় ছিলো?
উত্তর: 'অসুখী একজন' কবিতায় মেয়েটি অর্থাৎ মাতৃকল্প দেশ, কথকের অপেক্ষায় ছিলো।
10. 'তারপরে নেমে এলো তার মাথার ওপর '---
বছর গুলো কীভাবে নেমে এসেছিল?
উত্তর: পাবলো নেরুদার 'অসুখী একজন' কবিতায় কথক যখন তার প্রিয়তমা কে ছেড়ে চলে যান। তখন বিরহভরক্রন্ত তার মাথার ওপর বছর গুলো একের পর এক পাথরের মতো নেমে এসেছিল।
সংক্ষিপ্ত প্রশ্ন গুলির উত্তর খুব সুন্দর ভাবে ও যত্ন করে তোমাদের জন্য লেখা হয়েছে। পরীক্ষায় এলে এইভাবেই লিখবে।
অসুখী একজন কবিতার বড় প্রশ্ন উত্তর । সংক্ষিপ্ত প্রশ্ন গুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান – 3 । মাধ্যমিক বাংলা অসুখী একজন কবিতার (পাবলো নেরুদা) প্রশ্ন ও উত্তর 2025 । Madhyamik Bengali 2025
1. ' আমি তাকে ছেড়ে দিলাম' -- ' আমি ' কে?
' বক্তা কাকে ছেড়ে দিলেন? তাকে তিনি কী অবস্থায় রেখে এসেছিলেন?
উত্তর: '
আমি' বলতে পাবলো নেরুদা রচিত '
অসুখী একজন' কবিতার কথক কে বোঝানো হয়েছে।
'অসুখী একজন' কবিতায় বক্তা তাঁর প্রিয় নারীরুপী মাতৃভূমিকে, ভালোবাসার বন্ধনে ছেড়ে দিলেন।
বক্তা তার প্রিয় নারী তথা স্বদেশ কে অপেক্ষারত অবস্থায় দরজায় দাঁড় করিয়ে রেখে এলেন। অপেক্ষারতা জানত না বক্তা আর কখনও ফিরে আসবে না। বিছেদবেদনায় আর প্রত্যাবর্তনের প্রত্যাশার মধ্যে তাকে রেখে এলেন।
2. ' সে জানত না আমি আর কখনো ফিরে আসবো না' --- 'সে' কে ? 'আমি আর কখনো ফিরে আসবো না' বলার কারণ কী?
উত্তর: পাবলো নেরুদা রচিত '
অসুখী একজন' কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশে '
সে' বলতে কথকের প্রিয়তমা নারী তথা স্বদেশ কে বোঝানো হয়েছে।
কবিতায় কথক চিলির গৃহযুদ্ধের সময় তার জন্মভূমি , প্রিয়তমা নারীকে ছেড়ে যুদ্ধ করতে যায়। সেইসময়ের সমগ্র পরিস্থিতি , কথকের জীবনের অনিশ্চয়তা ইত্যাদি নিয়ে কথক অবগত থাকলেও কথকের প্রিয়তমা তা সঠিকভাবে জানতো না । তাই কথক উদ্ধৃত মন্তব্য টি করে।
3. "সব চূর্ণ হয়ে গেলো, জ্বলে
গেলো আগুনে।" --- কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কী?
উত্তর: পাবলো নেরুদার '
অসুখী একজন' কবিতায় মানুষের নিশ্চিন্ত আশ্রয় চূর্ণ হয়ে যাবার কথা বলা হয়েছে। চূর্ণ হয়ে গেল কথকের ফেলে আসা 'মিষ্টি বাড়ি' । যে বারান্দায় তিনি ঘুমাতেন সেই বারান্দা আর রইল না। করাতলের মতো যার পাতা --- সেই গোলাপি গাছ, চিমনি আর পুরনো জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল।
আগ্নেয় পাহাড়ের ন্যায় রক্তক্ষয়ী যুদ্ধের লেলিহান শিখা গ্রাস করেছিল সমতল কে। যার নির্মম আঘাতে চূর্ণ হয়ে গিয়েছিল কথকের স্মৃতিবিজড়িত স্নেহাশ্রয় ও অস্তিত্বের চিন্হটুকু।
4. "নেমে এল তার মাথার ওপর"--- কার মাথার ওপর কী নেমে এসেছিল? তা কেনই বা নেমে এসেছিল?
উত্তর: পাবলো নেরুদা রচিত '
অসুখী একজন' কবিতাই কথকের প্রিয় নারীর মাথার ওপর একটার পর একটা পাথরের মতো বছর গুলি নেমে এল।
কথক গৃহ যুদ্ধে অংশ নিতে চলে যাবার সময় তার প্রিয় নারীকে, তার ফিরে আসার অপেক্ষায় অপেক্ষারত অবস্থায় রেখে চলে গিয়েছিলেন। সে নারী হলো তার স্বদেশের প্রতিমূর্তি , কিন্তু কথক আর ফেরেননি। এই অপেক্ষার সময় টা তার প্রিয় নারীর কাছে পাথরের মতো ভারী হয়ে উঠেছিল। তাই বছরগুলো পাথরের মতো এনে এলো বলা হয়েছে।
5. যুদ্ধকে 'রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো '
বলা হয়েছে কেন?
উত্তর: পাবলো নেরুদা রচিত ' অসুখী একজন' কবিতায় যুদ্ধকে রক্তের আগ্নেয় পাহাড় বলা হয়েছে কারণ , যুদ্ধে রক্তপাত অবধারিত। যুদ্ধে বিপক্ষকে আঘাত হানতে নানাধরনের অস্ত্র প্রয়োগ করতে হয় এবং তাতে রক্তপাত ও প্রাণহানি ঘটে। যুদ্ধ জনজীবনে পাহাড় প্রমাণ বিপর্যয় নিয়ে আসে। আগ্নেয়গিরি থেকে যেমন বিস্ফোরিত জ্বলন্ত পাথর গড়িয়ে পড়ে জঙ্গলে, সমতলে আগুন ধরিয়ে দিতে পারে। অনুরূপভাবে ভয়াবহ যুদ্ধের আঁচে জনপদ ধ্বংস হয়ে যায়। যুদ্ধের আগুন গ্রাস করে নিরীহ মানুষের শান্ত স্বাভাবিক জীবনকে। তাই যুদ্ধকে ' রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো ' বলা হয়েছে।
রচনা ধর্মী প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান – 5 । মাধ্যমিক বাংলা অসুখী একজন কবিতার (পাবলো নেরুদা) প্রশ্ন ও উত্তর 2025 । Madhyamik Bengali 2025
1. ' অসুখী একজন '
কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো।
2. 'তারপর যুদ্ধ এল '--
'তারপর '
বলতে কী বোঝানো হয়েছে? যুদ্ধ কীভাবে ঘটলো? যুদ্ধ এলে কী কী ঘটলো?
3. " যেখানে ছিল শহর /সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা।" --- ' অসুখী একজন '
কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হলো লেখো।
4. ' সেই মিষ্টি বাড়ি' সম্বন্ধে লেখক কবিতায় যে ছবি এঁকেছেন , তা নিজের ভাষায় লেখো।
দশম শ্রেণীর বাংলা বিষয়ের সমস্ত অধ্যায়ের প্রশ্ন ও উত্তর। Wbbse
Class 10/Madhyamik Bengali All Chapters Question Answer / Suggestion /
Notes সব পেতে
প্রতিদিন Visit করো www.infoeducations.com
। এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এখানে ক্লিক করে আপডেট পেতে।
আরও দেখুন:-
দশম শ্রেণীর বাংলা বিষয়ের সমস্ত অধ্যায়ের প্রশ্ন ও উত্তর। Wbbse
Class 10 Bengali All Chapters Question Answer – Click Here
আরও দেখুন:-
দশম শ্রেণীর বাংলা সাজেশন । Madhyamik
Bengali Suggestion 2025 – Click Here
আরও দেখুন:-
দশম শ্রেণীর ইতিহাস সাজেশন । Madhyamik
History Suggestion 2025 – Click Here
আরও দেখুন:-
দশম শ্রেণীর : - মাধ্যমিক সাজেশন 2025
– Madhyamik All Subject Suggestion 2025 – Click Here
আরও দেখুন:-
দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান সাজেশন । Madhyamik
Physical Science Suggestion 2025 – Click Here
আরও দেখুন:-
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন । Madhyamik
Life Science Suggestion 2025 – Click Here
আরও দেখুন:-
দশম শ্রেণীর ভূগোল সাজেশন । Madhyamik
Geography Suggestion 2025 – Click Here
আরও দেখুন:-
দশম শ্রেণীর গণিত সাজেশন । Madhyamik Mathematics Suggestion 2025 – Click Here
দশম শ্রেণীর আরও অন্যান্য বিষয়ের নোটস (Notes) ও সাজেশন (Suggestions) পেতে আমাদের সাথে যুক্ত থাকো। আর
আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের দেওয়া কন্টাক্ট ফর্ম (Contact
Form) এ অথবা এখানে Click
করে নিজের ডিটেলস সাবমিট করো, খুব শীঘ্রই আমরা Reply করবো। এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এখানে ক্লিক করে বিভিন্ন রকম আপডেট পেতে।
Enter Your Comment