মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু মক টেস্ট (Madhyamik Online Mock Test)
বর্তমান সময়ে MCQ মাধ্যমিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে। এবং এই MCQ সঠিক করলে প্রাপ্ত নম্বরের পরিমান ও বেড়ে যায় । তাই MCQ এর উপর অনেক জোর দেওয়া প্রয়োজন। এবং তার জন্য চায় বেশি বেশি প্রাকটিস এবং পরীক্ষা দেওয়া , যার মধ্য দিয়ে তুমি তোমার দুর্বলতা বা প্রস্তুতি কে যাচাই করতে পারবে। এই প্রস্তুতি কে আরও সুদৃঢ করার জন্য ইনফএডুকেশন্। কম তোমাদের জন্য নিয়ে এসেছে প্রতিটা বিষয়ের MCQ MOCK টেস্ট ।
WBBSE Madhyamik Bengali Mock Test / Wbbse Class 10 Bengali গল্প জ্ঞানচক্ষু (আশাপূর্ণ দেবী) Mock Test / মাধ্যমিক বাংলা মক টেস্ট : - ইনফএডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক পরীক্ষা 2025 দশম শ্রেণীর বাংলা বিষয়ের গল্প আশাপূর্ণ দেবীর লেখা জ্ঞানচক্ষুর খুবই গুরুত্বপূর্ণ MOCK TEST। জ্ঞানচক্ষু (আশাপূর্ণ দেবী) Mock Test মক টেস্টটি তোমাদের সিলেবাস এর উপর ভিত্তি করে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকাদের দ্বারা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি দিয়ে তৈরী হয়েছে। তাই এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা 2025 এ আসার সম্ভাবনাও অনেক অনেক বেশি। এই মক টেস্টটি তোমাদের বাংলা বিষয়ের গল্প আশাপূর্ণ দেবীর লেখা জ্ঞানচক্ষুর MCQ প্রস্তুতিতেও অনেক বেশি সাহায্য করবে। কারণ তোমরা এখানে নিত্য নতুন প্রশ্নের সম্মুখীন হবে। যাতে করে তোমাদের ধারণাও অনেক বাড়বে।
এই মক টেস্টে তোমাদের জন্য থাকছে 20 টি প্রশ্ন , আর প্রতিটি প্রশ্নের মান 1 করে। সঠিক করলে 1 পাবে আর ভুল করলে 0 পাবে।
মক টেস্ট দেওয়ার পর সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে এবং যেগুলি ভুল হয়েছে তার সঠিক উত্তর পেয়ে যাবে। তোমাদের যদি মনে হয় কোথাও যে , কোনো প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে তাহলে তোমরা অবশ্যই নিচে দেওয়া Contact Form অথবা কমেন্ট করে (Comment) প্রশ্ন নাম্বার এবং প্রশ্নটি টুকে সঠিক উত্তর সাবমিট (Submit) করবে। আশা করছি তোমাদের এই মক টেস্ট দেওয়ার ফলে অনেক বেশি উপকৃত হবে এবং মক টেস্টটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে।
মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু (আশাপূর্ণা দেবী) গল্পের প্রশ্নোত্তর - Click Here
শ্রেণী
|
দশম
|
বিষয়
|
বাংলা
|
গল্প
|
জ্ঞানচক্ষু
|
লেখক/লেখিকা
|
আশাপূর্ণ দেবী
|
উৎস
|
ছোটদের গল্প সংকলন
|
পূর্ণমান
|
20
|
1. তপনের নতুন মেসোর পেশা কি ছিল?
চিকিৎসক
শিক্ষক
অধ্যাপক
বই প্রকাশক
Explanation: তপনের নতুন মেসোর পেশা ছিল অধ্যাপক।
2. তপনের চিরকালের বন্ধু কে?
তপনের বাবা
তপনের মা
ছোটো কাকু
ছোটো মাসি
Explanation: তপনের চিরকালের বন্ধু ছিলেন ছোটো মাসি।
3. তপনের মেসোমশাই তপনের গল্প কোন পত্রিকায় ছাপানোর কথা বলেছিলেন?
সন্ধ্যাতারা
শুকতারা
ধ্রুবতারা
সন্দেশ
Explanation: তপনের মেসোমশাই তপনের গল্প ছাপানোর কথা সন্ধ্যাতারা পত্রিকায় বলেছিলেন।
4. 'সূচীপত্রেও নাম রয়েছে' - কি নাম?
তপন কুমার রায়
শ্রী তপন কুমার রায়
তপন রায়
শ্রী তপন রায়
Explanation: সূচীপত্রেও নাম রয়েছে 'শ্রী তপন কুমার রায়'।
5. "ক্রমশ কথাটা ছড়িয়ে পরে" - কোন কথাটা?
তপনের গল্প ছাপার কথা
গল্প লেখার কথা
কারেকশনের কথা
ছোটোমাসির বিয়ের কথা
Explanation: ক্রমশ কথাটা 'কারেকশনের কথা'।
7. ছোটোমাসি তপনের থেকে কত বছরের বড়ো?
৬
৮
১০
১২
Explanation: ছোটোমাসি তপনের থেকে ৮ বছরের বড়ো।
7. ঠাট্টা তামাশার মধ্যে তপন আরও কোটি গল্প লিখে ফেলেছে?
দু-তিনটে
দু-একটা
তিন চারটে
চার পাঁচটে
Explanation: ঠাট্টা তামাশার মধ্যে তপন আরও কোটি গল্প লিখে ফেলেছে 'দু-তিনটে'।
8. "বাবা তোর পেটে পেটে এতো !" - বক্তা কে?
ছোটোমাসি
ছোটমেসো
মেজে কাকু
তপনের মা
Explanation: বাবা তোর পেতে পেতে এতো ! এই বক্তা হলো তপনের মা।
9. আন্তপ্রসাদের প্রসন্নতা নিয়ে ছোটো মাসি খায়?
চা
কফি
চা আর ডিম ভাজা
কফি আর ডিম ভাজা
Explanation: আন্তপ্রসাদের প্রসন্নতা নিয়ে ছোটো মাসি চা আর ডিম ভাজা খায়।
10. তপন একটি খাতা আর একটি কলম নিয়ে কোথায় উঠে যায়?
ছাদে
দোতলার সিঁড়িতে
তিনতলার সিঁড়িতে
চারতলার সিঁড়িতে
Explanation: তপন একটি খাতা আর একটি কলম নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে যায়।
11. 'জ্ঞানচক্ষু' একটি ___?
বড়ো গল্প
ছোটোগল্প
নাটক
প্রবন্ধ
Explanation: 'জ্ঞানচক্ষু' একটি ছোটোগল্প।
12.'রত্নের মূল্য জহুরির কাছেই' -- এখানে রত্ন ও জহুরি হলো ___?
গল্প ও ছোটোমেসো
তপন ও ছোটোমাসি
তপন ও সন্ধ্যাতারার সম্পাদক
তপন ও মেজকাকু
Explanation: 'রত্নের মূল্য জহুরির কাছেই' এখানে রত্ন ও জহুরি হলো গল্প ও ছোটোমেসো।
13. ছোটোমাসি তপনের থেকে বয়সে ___?
ছয় বছরের বড়ো
বছর তিনেকের বড়ো
বছর আষ্টেকের বড়ো
বছর দশেকের বড়ো
Explanation: ছোটোমাসি তপনের থেকে বয়সে বছর আষ্টেকের বড়ো।
14. বাড়িতে তপনের নাম হয়েছে ___?
গল্পকার, লেখক
কবি, সাহিত্যিক, কথাশিল্পী
কবি, লেখক
কথাশিল্পী, গল্পকার
Explanation: বাড়িতে তপনের নাম হয়েছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী।
15. 'মেসোর উপযুক্ত কাজ হবে সেটা' -- বক্তা হলো ___?
তপনের মেজোকাকু
তপনের মা
তপনের মাসি
কেউ নয়
Explanation: 'মেসোর উপযুক্ত কাজ হবে সেটা' বক্তা হলো তপনের মাসি।
16. নিজের গল্প পড়ে তপনের যা হয়েছিল ___?
আনন্দে আপ্লুতো হয়েছিল
গায়ে কাঁটা দিয়ে উঠেছিল
চোখে জল এসে গিয়েছিলো
চোখ বড়ো বড়ো হয়ে গিয়েছিলো
Explanation: নিজের গল্প পড়ে তপনের চোখে জল এসে গিয়েছিলো।
17. 'গভীর ভাবে সংকল্প করে তপন' -- সংকল্পটি হলো ___?
আর কখনো লেখা চাপানোর জন্য কোথাও যাবে না
মেসো কে নয় মাসি কেই লেখা জমা দেবে
ডাকে লেখা পাঠাবে
তপন নিজে গিয়ে লেখা জমা দেবে
Explanation: 'গভীর ভাবে সংকল্প করে তপন' এখানে সংকল্পটি হলো তপন নিজে গিয়ে লেখা জমা দেবে।
18. সারা বাড়িতে কী পড়ে যায়?
হইচই
চিৎকার
শোরগোল
কোলাহল
Explanation: সারা বাড়িতে শোরগোল পড়ে যায়।
19. তপন যে কারণে মামার বাড়িতে এসেছে তা হলো ___?
ছোটোমামার বিয়ে উপলক্ষ্যে
ছোটোমাসির বিয়ে উপলক্ষ্যে
পুজোর ছুটি কাটাতে
বড়দিনের ছুটি কাটাতে
Explanation: তপন যে কারণে মামার বাড়িতে এসেছে তা হলো ছোটোমাসির বিয়ে উপলক্ষ্যে।
'20. এ দেশের কিছু হবে না' -- কথাটি কে বলেছিলেন?
ছোটো মাসি
তপনের বাবা
তপনের ছোটো মামা
ছোটো মেসো
Explanation: 'এ দেশের কিছু হবে না' কথাটি কে বলেছিলেন? - ছোটো মেসো।
Reset
Report Card
Total Questions Attempted: 0
Correct Answers: 0
Wrong Answers: 0
--
মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু (আশাপূর্ণা দেবী) গল্পের প্রশ্নোত্তর । Wbbse Madhyamik Bangla Suggestion 2025 - Click Here
তোমরা আমাদের সাথে কন্টাক্ট (Contact) করতে চাও, তাহলে – Click Here তোমরা টেলিগ্রাম (Telegram) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও, তাহলে - Click Here তোমরা হোয়াটস্যাপ (WhatsApp) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও, তাহলে - Click Here তোমরা ফেসবুক(Facebook) পেজেতে যুক্ত হতে চাও, তাহলে - Click Here
মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু গল্পের বড় প্রশ্ন উত্তর। Madhyamik Bangla Gyanchokhhu Suggestions
১. যদি কখনো লেখা ছাপতে দেয় তো, তপন নিজে গিয়ে দেবে। - কখন তপন এমন সিদ্ধান্ত নিয়েছিল। কেন তার এমন সিদ্ধান্ত? 1+2
২. গল্প ছেপে আসার পর যে আহ্লাদ হওয়ার কথা, সেই আহ্লাদ তপনের না হওয়ার কারণ কী? কেন দিনটি তার কাছে সবচেয়ে দুঃখের হয়ে ? ৩.
৩. বুকের রক্ত ছলকে ওঠে তপনের - কেন তার এমন পরিস্থিতি হয়েছিল?
৪. তার চেয়ে দুঃখের কিছু নেই, ' - কোন্ ঘটনা সবচেয়ে দুঃখজনক ?
৫. তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটোমাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। – তপন কেন তার গল্প লেখার খবর সবার আগে তার ছোটোমাসিকে দিয়েছিল ?
৬. একাসনে বসে লিখেও ফেলল আস্ত একটা গল্প।' -- একাসনে বসার দরকারটি বুঝিয়ে দাও।
৭. "পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে - কোন্ পত্রিকা, কেন সকলের হাতে হাতে ঘুরছিল?
৮. “এমন সময় ঘটল সেই ঘটনা।” - কোন্ ঘটনার কথা বলা হয়েছে?
৯. *মাথার চুল খাড়া হয়ে উঠল।' - কার মাথার চুল, কী কারণে খাড়া হয়ে উঠেছিল?
অনুরুপ প্রশ্ন : গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের,' - তপন কে ? তার গায়ে কেন কাঁটা দিয়ে উঠেছিল?
অনুরুপ প্রশ্ন : 'একী ব্যাপার!'-- কে, কেন একথা বলেছে?
১০. *গভীরভাবে সংকল্প করে তপন,' - তপন কী সংকল্প করে। তার এরূপ সংকল্পের কারণ কী?
অনুরুপ প্রশ্ন: “শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন,”-দুঃখের মুহূর্তটি কী? তখন কী সংকল্প করেছিল।
১১. "বিষণ্ণ মন নিয়ে বসে আছে এমন সময় ঘটল সেই ঘটনা।' কেন বিষণ্ণ মন নিয়ে বসেছিল? এমন সময় কী ঘটেছিল?
"অনুকূপ প্রশ্ন: এমন সময় ঘটল সেই ঘটনা - এমন সময় বলতে কখন? কী সেই ঘটনা?
১২. “এবিষয়ে সন্দেহ ছিল তপনের।”- তপনের কোন বিষয়ে, কেন সন্দেহ ছিল?
অনুরূপ প্রশ্ন: “এবিষয়ে সন্দেহ ছিল তপনের।”— কোন্ বিষয়ে তপনের সন্দেহ ছিল? কীভাবে সেই সন্দেহ দূর হল?
১৩. ““লেখক' মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়,”কার, কখন এই অনুভূতি হয়েছিল?
১৪. “কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল।” – কোন্ কথা শুনে, কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল?
১৫. ‘যেন নেশায় পেয়েছে - - কার কথা বলা হয়েছে? তাকে কীসের নেশায় পেয়েছে?
১৬. “তপন প্রথমটা ভাবে ঠাট্টা,” – কোন্ বিষয়কে তপন ঠাট্টা মনে করে। পরে তার মনোভাব পালটায় কেন ?
১৭. ‘আর সবাই তপনের গল্প শুনে হাসে। কিন্তু মেসো বলেন,' - মেসো কী বলেছিলেন? অন্য সবাই হাসে কেন?
১৮. “সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না?” – কী শুনতে চাওয়ার কথা বলা হয়েছে? তা না পড়ার কারণ কী ?
অনুরূপ প্রশ্ন: “কীরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল।”— বক্তা কে? কাকে, কেন একথা বলেছিলেন?
১৯. “কিন্তু তাই কী সম্ভব? - কী সম্ভব নয় বলে বক্তার মনে হয়েছে?
জ্ঞানচক্ষু গল্প আশাপূর্ণা দেবীর লেখা - মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর।Madhyamik Bangla Gyanchokhhu Suggestions [ প্রতিটি প্রশ্নের মান-৫]
১. 'পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?' – কোন্ ঘটনাকে 'অলৌকিক' আখ্যা দেওয়া হয়েছে? সেই ঘটনার প্রতিক্রিয়া কী হয়েছিল, ‘জ্ঞানচক্ষু' গল্প অনুসরণে বুঝিয়ে দাও। 2+3
২. “নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের।”- 'জ্ঞানচক্ষু' কথাটির অর্থ কী? নতুন মেসোকে দেখে কীভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল?
অথবা, ‘জ্ঞানচক্ষু গল্প অনুসরণে তপনের জ্ঞানচক্ষু কীভাবে উম্মীলিত হয়েছিল, তা আলোচনা করো।
৩. “তপন আর পড়তে পারে না। বোবার মতো বসে থাকে।” – তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো।
৪. “তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন।”- কোন্ দিন তপনের এমন মনে হয়েছিল? তার এমন মনে হওয়ার কারণ কী?
অনুরূপ প্রশ্ন: তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন।' – কেন তপনের একথা মনে হয়েছিল ? ২+৩
৫.“রত্নের মূল্য জহুরির কাছেই।”— 'রত্ন' ও 'জহুরি' বলতে কী বোঝানো হয়েছে। উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো।
৬. “সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এল আজ?” – কোন্ দিনটি, কেন তপনের সবচেয়ে ‘সুখের দিন' বলে মনে হয়েছিল? কীভাবে তা দুঃখের দিনে পরিণত হল ? ৩+২
অথবা, “সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এল আজ?” – তপনের জীবনের সুখের দিন বলতে কোন্ দিনটির কথা বলা হয়েছে? সেই দিনটি তার জীবনে সত্যিই সুখের দিন ছিল কি না আলোচনা করো। ১+৪
৭. তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের।” – “তার' বলতে কার কথা বলা হয়েছে? কোন্ বিষয়টি তার কাছে সবচেয়ে দুঃখের ও অপমানের?
অনুরূপ প্রশ্ন : “তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের।” প্রসঙ্গ উল্লেখ করে বক্তব্যটি ব্যাখ্যা করো।
অনুরূপ প্রশ্ন : “তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। - কার সম্পর্কে এই উক্তি? তার দুঃখ ও অপমানের কারণ বিশ্লেষণ করে, উদ্দিষ্ট ব্যক্তি কী সংকল্প গ্রহণ করে লেখো।
৮. 'জ্ঞানচক্ষু' গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো।
Very good
উত্তরমুছুন