Class 9 ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর সাজেশান
Geography Class 9 Geography Chapter 1 Question Answer in Bengali । ক্লাস 9 (Class 9) ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবীর প্রশ্ন ও উত্তর নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। নবম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবীর (Class 9 Geography Question Answer Suggestion 2024) নিচের দেওয়া প্রশ্ন গুলি তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ (Very Very Important)। এই প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনাও অনেক বেশি থাকে। তাই ক্লাস 9 ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবীর (Wbbse Class 9 Geography Suggestion first unit) প্রশ্নের উত্তর গুলি তোমরা ভালো করে পড়তে থাকো। আশা করি ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবীর প্রশ্ন উত্তর গুলি তোমাদের অনেক সাহায্য করবে। এখানে MCQ ,SAQ , সংক্ষিপ্ত এবং রচনাধর্মী সব রকমের প্রশ্নের আলোচনা করা হলো।
নবম শ্রেণীর আরও অন্যান্য বিষয়ের নোটস ও সাজেশন(Class 9 Suggestion All Subject 2024) পেতে আমাদের সাথে যুক্ত থাকো। আর
আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের দেওয়া কন্টাক্ট ফর্ম (Contact Form) এ নিজের ডিটেলস সাবমিট(Submit) করো।
নবম শ্রেণীর ভূগোল গ্রহরূপে পৃথিবী (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
Nobom Shrenir Vugol Bisoyer Grohorupe Pritibir Proshno O Uttor । Class 9 Geography Suggestions 2024
গ্রহরূপে পৃথিবী Class 9 mcq । প্রতিটি প্রশ্নের মান - ১
1. সৌরজগতের গ্রহের সংখ্যা -
A)
৭টি
B)
৮টি
C)
৯টি
D)
১০টি
উত্তর : - ৮টি
2. সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ -
A)
পৃথিবী
B)
বৃহস্পতি
C)
শনি
D)
নেপচুন
উত্তর : - শনি
3. সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের তৃতীয় গ্রহটির নাম -
A)
পৃথিবী
B)
বৃহস্পতি
C)
শনি
D)
বুধ
উত্তর : - পৃথিবী
4. সৌরজগতের সবচেয়ে বড়ো গ্রহ -
A)
পৃথিবী
B)
বৃহস্পতি
C)
শনি
D)
নেপচুন
উত্তর : - বৃহস্পতি
5. মেরু অঞ্চলের তুলনায় পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল -
A)
সামান্য চাপা
B)
সামান্য স্ফীত
C)
একটু কোন বিশিষ্ট
D)
যথেষ্ট সমতল
উত্তর : - সামান্য স্ফীত
6. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস -
A)
১২,৭১৪ কিমি
B)
১২,৭৩৪ কিমি
C)
১২,৭৫৭ কিমি
D)
১২,৭৬৪ কিমি
উত্তর : - ১২,৭৫৭ কিমি
7. পৃথিবীর গড় পরিধি প্রায় -
A)
১২,০০০ কিমি
B)
২৫,০০০ কিমি
C)
৩৫,০০০ কিমি
D)
৪০,০০০ কিমি
উত্তর : - ৪০,০০০ কিমি
8. পৃথিবীর একমাত্র উপগ্রহ -
A)
চাঁদ
B)
এরিস
C)
সেরেস
D)
মাকিমাকি
উত্তর : - চাঁদ
9. মহাকাশ থেকে পৃথিবীকে দেখায় -
A)
উজ্জ্বল গোলাকার থালার মতো
B)
ধূমকেতুর মতো লেজযুক্ত
C)
ছুটন্ত উল্কার মতো
D)
আধখানা চাঁদের মতো
উত্তর : - উজ্জ্বল গোলাকার থালার মতো
10. সৌরজগতের একমাত্র যে গ্রহটিতে প্রাণের আবির্ভাব হয়েছে তার নাম -
A)
পৃথিবী
B)
বৃহস্পতি
C)
শনি
D)
নেপচুন
উত্তর : - পৃথিবী
11. পৃথিবীর মেরু ব্যাস -
A)
১২,৭১৪ কিমি
B)
১২,৭৩৪ কিমি
C)
১২,৭৫৭ কিমি
D)
১২,৭৬৪ কিমি
উত্তর : - ১২,৭১৪ কিমি
12. নীলগ্রহ বলা হয় -
A)
পৃথিবী
B)
শুক্র
C)
শনি
D)
বুধ
উত্তর : - পৃথিবী
13. পৃথিবীর ক্ষেত্রফল -
A)
৫১ কোটি বর্গকিমি
B)
৪১ কোটি বর্গকিমি
C)
৬১ কোটি বর্গকিমি
D)
৫৭ কোটি বর্গকিমি
উত্তর : - ৫১ কোটি বর্গকিমি
14. ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে পৃথিবীকে গোল বলেন -
A)
রাকেশ শর্মা
B)
পিথাগোরাস
C)
আর্যভট্ট
D)
এরাটোস্থেনিস
উত্তর : আর্যভট্ট
15. পৃথিবীর পরিধি নির্ণয়ে সর্বপ্রথম প্রয়াসী হন -
A)
কোপার্নিকাস
B)
এরাটোসথেনিস
C)
গ্যাগারিন
D)
আনাক্সিমান্দ্রোস
উত্তর : - এরাটোসথেনিস
16. পৃথিবীর কোন অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব বেশি -
A)
নিরক্ষীয় অঞ্চলে
B)
ক্রান্তীয় অঞ্চলে
C)
মেরু অঞ্চলে
D)
কোনোটিই নয়
উত্তর : - মেরু অঞ্চলে
17. পৃথিবীকে "জলে ভাসমান চাকতি" বলেন -
A)
অ্যানাক্সিম্যান্ডার
B)
থালেস
C)
টলেমি
D)
হিকাটিয়াস
উত্তর : - থালেস
18. শনি গ্রহের উপগ্রহের সংখ্যা হলো -
A)
৭২টি
B)
৮২টি
C)
৯২টি
D)
৮৭টি
উত্তর : - ৮২টি
19. সবথেকে বেশি ঘনত্ব বেশি কোন গ্রহের -
A)
পৃথিবী
B)
মঙ্গল
C)
বুধ
D)
শুক্র
উত্তর : - পৃথিবী
20. পৃথিবীর প্রকৃত আকৃতি -
A)
বৃত্তাকার
B)
উপবৃত্তাকার
C)
অভিগত গোলকের ন্যায়
D)
আয়তকার
উত্তর : - অভিগত গোলকের ন্যায়
21. সবথেকে ক্ষুদ্রতম গ্রহ কোনটি -
A)
পৃথিবী
B)
বৃহস্পতি
C)
বুধ
D)
শুক্র
উত্তর : - বুধ
22. বেলনাকৃতি পৃথিবীর প্রবক্তা -
A)
থালেস
B)
ডেমোক্রিটাস
C)
এরাটোসথেনিস
D)
অ্যানাক্সিম্যান্ডার
উত্তর : - এরাটোসথেনিস
নবম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী প্রশ্ন উত্তর 2024 । Class 9 ভূগোল Chapter 1 Question Answer
শুন্যস্থান পূরণ করো : গ্রহরূপে পৃথিবী । প্রতিটি প্রশ্নের মান - ১
1. সূর্যের সবচেয়ে দূরের গ্রহ হলো _________।
উত্তর : নেপচুন
2. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যসের তুলনায় _________
কিমি বেশি।
উত্তর : - ৪৩ কিমি।
3. _____ ও শুক্রের কোনো উপগ্রহ নেই।
উত্তর : - বুধ।
4. গ্রিক পন্ডিত __________
প্রথম ঘোষণা করেন পৃথিবীর আকৃতি গোল।
উত্তর : - পিথাগোরাস।
5. পৃথিবীর প্রকৃত আকৃতি __________
গোলক।
উত্তর : - অভিগত।
6. __________ সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন।
উত্তর : - এরাটোসথেনিস।
7. ইউরেনাস ও নেপচুনের উষ্ণতা সবসময় হিমাঙ্কের __________
ডিগ্রি সেলসিয়াসের বেশি নীচে থাকে।
উত্তর : - -২০০ ডিগ্রি
8. ভুপৃষ্টে যে-কোনো জায়গার সঠিক অবস্থান জানার জন্য ব্যবহৃত কৃত্রিম উপগ্রহভিত্তিক যোগাযোগ ব্যবস্থার সংক্ষিপ্ত নাম _________।
উত্তর : - GPS (Global Positioning System)
9. পৃথিবীসহ মোট _______
গ্রহ সূর্যের চারিদিকে অনবরত প্রদক্ষিণ করে চলেছে।
উত্তর : - ৮টি
গ্রহরূপে পৃথিবী Class 9 Question Answer । Class Nine Geography Suggestion 2025 pdf download
সঠিক হলে শুদ্ধ এবং ভুল হলে অশুদ্ধ লেখো। প্রতিটি প্রশ্নের মান - ১
1. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ।
উত্তর : - শুদ্ধ
2. এরিস হলো একটি কুলীন গ্রহ।
উত্তর :- অশুদ্ধ
3. গ্রহগুলির নিজস্ব আলো নেই।
উত্তর : - শুদ্ধ
4. প্রাচীনকালে চিনবাসীরা মনে করতো চিনই হলো সমগ্র পৃথিবী।
উত্তর : - শুদ্ধ
5. মঙ্গল পৃথিবীর নিকটতম গ্রহ।
উত্তর :- অশুদ্ধ
গ্রহরূপে পৃথিবী Class 9 Question Answer । নবম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
গ্রহরূপে পৃথিবী Class 9 SAQ। প্রতিটি প্রশ্নের মান - ১
1. সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি ?
উত্তর : - সেরেস।
2. কোন গ্রহের বলয় আছে ?
উত্তর : - শনি।
3. প্রথম গোলাকার ভুপৃষ্টের পরিধি নির্ণয় করেন কে ?
উত্তর : - এরাটোস্থেনিস
4. পৃথিবীর আনুমানিক বয়স কত ?
উত্তর :- ৪৫০ কোটি বছর
5. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত ?
উত্তর :- ১২,৭৫৭ কিমি।
6. এরিস কি?
উত্তর :- সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম বামন গ্রহ।
7. সৌর পরিবারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সদস্যটির নাম কি?
উত্তর :- সূর্য।
8. পৃথিবীর ব্যাসার্ধ কত ?
উত্তর :- 6,371 কিলোমিটার।
9. দিনের বেলায় বুধের উষ্ণতা কত ?
উত্তর :- ৪০০° সেন্টিগ্রেডের মতো।
10. পৃথিবীর গড় উষ্ণতা কত ?
উত্তর :- ১৫ ডিগ্রি সেলসিয়াস।
11. আকাশগঙ্গা কি?
উত্তর :- আমাদের সূর্য যে নক্ষত্রমন্ডলের অন্তর্গত তার নাম আকাশগঙ্গা। এর
আকৃতি প্যাঁচালো।
12. পৃথিবীর আকৃতি গোল - একথা প্রথম কে বলেন ?
উত্তর :- পিথাগোরাস
13. জিওড কথার অর্থ কি?
উত্তর :- পৃথিবীর মতো দেখতে বা পৃথিবী সদৃশ
14. জিওড কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?
উত্তর :- কার্ল ফ্রেডরিক গাউস
15. বামন গ্রহের সংখ্যা কয়টি ?
উত্তর :- ৫টি
16. GPS এর পুরো কথা কি?
উত্তর :- গ্লোবাল পজিশনিং সিস্টেম
17. সৌরজগতে পৃথিবীর তুলনায় আকৃতিতে ছোটো এরকম একটি গ্রহের নাম করো ।
উত্তর :- বুধ
18. বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন কে ?
উত্তর : - ১৮৭০ সালে এ আর ওয়ালেস।
19. পৃথিবীর ওজন প্রথম কে নির্ণয় করেন ?
উত্তর : - ১৭৯৭ সালে ইংরেজ বিজ্ঞানী হেনরি ক্যাভেনডিস।
20. কেইন দ্বীপের অক্ষাংশ কত ?
উত্তর : -
21. কোন গ্রহের সবথেকে বেশি উপগ্রহ আছে ?
উত্তর : - শনি,
৮২টি।
22. IRNSS এর পুরো নাম লেখো।
উত্তর : - Indian Regional
Navigation Satellite System।
23. নক্ষত্রমন্ডলের আকৃতি কেমন ?
উত্তর : - নক্ষত্রমণ্ডলে আকৃতি তিনধরণের। যথা
- প্যাঁচালো বা সর্পিল ,
উপবৃত্তাকার বা ডিম্বাকৃতি এবং অনিয়মিত।
24. মেরুরেখা তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করে আছে ?
উত্তর : - ৬৬ ডিগ্রি ৩০ মিনিট।
25. পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত ?
উত্তর : - ১৫ কোটি কিলোমিটার।
নবম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী বড় প্রশ্ন উত্তর নবম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর 2024 । প্রতিটি প্রশ্নের মান - 2/3।- গ্রহরূপে পৃথিবী Class 9 Question Answer । Class 9 Geography Suggestions 2024
1. পৃথিবী একটি কুলীন গ্রহ কেন ?
উত্তর : - একটি কুলীন গ্রহ হওয়ার জন্যে যে
সকল বৈশিষ্ট্য দরকার সেই
সকল বৈশিষ্ট্য পৃথিবীর মধ্যে বর্তমান। যথা---
১) সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে সর্বদা পরিক্রমণ করে অথচ উপগ্রহ নয়।
২) জ্যোতিস্কটি পর্যাপ্ত ভরযুক্ত উদস্থিতিক ভারসাম্য বজায়রাখা ও আকৃতি প্রায় গোলাকার হওয়ার পক্ষে যথেষ্ট ।
৩) জ্যোতিস্কটি নিজ কক্ষপথের নিকিতস্থ অঞ্চল থেকে অন্য সকল মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে না ।
উপরিউক্ত এই
সকল বৈশিষ্ট্যের জন্যে পৃথিবীকে কুলীন গ্রহ বলা হয়।
2. কুলীন গ্রহ ও বামন গ্রহের পার্থক্য লেখো।
উত্তর : -১) আয়তন: কুলীন গ্রহগুলি আয়তনে বড়ো
এবং এদের উপগ্রহ আছে।
বামন গ্রহগুলি আয়তনে ছোটো এবং এদের উপগ্রহ নেই।
২)বৈশিষ্ট্য: কুলীন গ্রহ কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে।
বামন গ্রহ কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে না।
৩) সংখ্যা: সৌরমণ্ডলের কুলীন গ্রহের সংখ্যা ৮ টি।
সৌরমণ্ডলের বামন গ্রহের সংখ্যা ৫ টি।
3. বেডফোর্ড লেভেল পরীক্ষা কি?
উত্তর :- ১৮৭০ সালে আলফ্রেড রাসেল ওয়ালেস নামে জনৈক বিজ্ঞানী ইংল্যান্ডের বেডফোর্ড খালের উপর একই দৈর্ঘ্যের তিনটি লাঠি একই সরলরেখায় এক কিমি অন্তর স্থির জলে দন্ডায়মান অবস্থায় ভাসিয়ে রাখেন। এবার দূরবীনের সাহায্যে দেখলেন মাঝের লাঠিটি বাকি দুটির তুলনায় সামান্য উঁচু হয়ে আছে। পৃথিবী গোলাকার বলেই এরূপ হয়েছে। এই পরীক্ষা 'বেডফোর্ড লেভেল পরীক্ষা' নামে পরিচিত।
4. GPS - এর ব্যবহার লেখো ।
উত্তর :- জিপিএস এর পুরো কথা হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম । জিপিএস প্রযুক্তি ব্যবহার পৃথিবীতেই জেট গতিতে বাড়ছে। যথা ---
১) যান চলাচল: বিমানে, ট্রেন, মোটরগাড়ি, জাহাজ ইত্যাদি যানবাহনে এই
যন্ত্র রাখা হচ্ছে। এই যন্ত্র দিয়ে অপরিচিত গন্তব্যস্থল, রাস্তার দূরত্ব, রাস্তার কোনো বাধা ,
বিপদ আছে কিনা জানা যায়।
২)জরিপকর্য ও মানচিত্র প্রস্তুত: জিপিএস রিসিভার এর সাহায্যে যে কোনো স্থানের উচ্চতা, উচ্চতার আপেক্ষিকতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
৩) উদ্ধার কার্য: এই প্রযুক্তির সাহায্যে দুর্ঘটনারস্থলের অবস্থান সহজেই চিহ্নিত করা যায় ,
ফলে দ্রুত উদ্ধার কাজ শুরু করা যায় ।
৪) উন্নয়ন : GIS
কে GPS এর
সাথে যুক্ত করে উন্নয়নের গতি আনা সম্ভব হয়েছে।
৫) অপরাধ দমন : এই পদ্ধতির সাহায্যে মোবাইল অবস্থানের অবস্থানের মাধ্যমে অপরাধীদের চিহ্নিতকরণ ও ধরা সম্ভব ।
৬) প্রতিরক্ষা: মিলিটারিদের কাছে এখন এটি অতি প্রয়োজনীয় প্রযুক্তি।
5. নক্ষত্রমন্ডল কি?
উত্তর :- যখন কোটি কোটি নক্ষত্র মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে একটি কেন্দ্রের চারধারে ঘোরে ,
তখন তাকে নক্ষত্রমন্ডল বলে। নক্ষত্রমণ্ডলে আকৃতি তিনধরণের। যথা
- প্যাঁচালো বা সর্পিল ,
উপবৃত্তাকার বা ডিম্বাকৃতি এবং অনিয়মিত।
6. কুইপার বেল্ট ও উরোট ক্লাউড কোথায় দেখা যায় ?
উত্তর :- প্লুটো গ্রহকে ছাড়িয়ে আরও আরও অনেক দূরে সৌরজগতের হিমশীতল প্রান্তটিকে বলে কুইপার বেল্ট এবং তার পর শেষ প্রান্তটিকে বলা হয় উরোট ক্লাউড।
7. গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কি?
উত্তর :- ১. গ্রহগুলি শীতল ও কঠিন কিন্তু নক্ষত্রগুলি এক-একটি জ্বলন্ত গ্যাসীয় পিন্ড।
২. গ্রহগুলির নিজস্ব আলো ও উত্তাপ নেই। সূর্যের আলো এগুলির গায়ে পড়ে প্রতিফলিত হয় বলে এগুলি আলোকিত ও উত্তপ্ত হয়। অন্যদিকে নক্ষত্রগুলির নিজস্ব আলো ও উত্তাপ আছে। এগুলি থেকে আলো ও উত্তাপ বিচ্ছুরিত হয়।
৩. গ্রহগুলি নক্ষত্রের চারিদিকে পরিক্রমণ করে। অন্যদিকে গ্রহসমূহের কক্ষপথের নাভিতে অবস্থান করে।
৪. নক্ষত্রের তুলনায় গ্রহগুলি ক্ষুদ্রাকার। অন্যদিকে নক্ষত্রগুলি বিশালাকৃতির হয়।
8. বামন গ্রহ কাকে বলে ?
উত্তর :- বামন কথাটির অর্থ ছোটো আকার বা খর্বাকৃতি। INA এর মতে - বামন গ্রহ বলতে বোঝায় ছোটো আকারের বা খর্বাকৃতির গ্রহ। বামন গ্রহ বলতে সে সব মহাজাগতিক বস্তুকে বোঝায় - ১. যার যথেষ্ট পরিমানে ভর থাকবে , যাতে বস্তুটির অভিকর্ষজ বল তাকে একটি গোলকের আকৃতি দেবে , অর্থাৎ বস্তুটিকে গোলাকার হতে হবে। ২. যেটি নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করবে। ৩. যেটি নিজের কক্ষপথের আশেপাশের বস্তুকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে পারবেনা। ৪. যার নিজস্ব কোনো উপগ্রহ থাকবেনা। সৌরজগতের গ্রহগুলির মধ্যে একমাত্র
9. পৃথিবীতে কেন প্রাণের অস্তিত্ব লক্ষ করা যায় ?
উত্তর : - ১. সূর্য থেকে অবস্থান : পৃথিবী বাদে অন্যান্য গ্রহগুলি হয় সূর্য থেকে অনেক দূরে কিংবা সূর্যের খুব কাছে অবস্থিত। তাই
সেই সমস্ত গ্রহের উষ্ণতা অনেক বেশি কিংবা কম।
২. বায়ুমণ্ডল : পৃথিবীর বায়ুমণ্ডলে পর্যাপ্ত পরিমানে অক্সিজেন গ্যাস রয়েছে (২১%) যা প্রাণীর অস্তিত্বের জন্য দায়ী। কিন্তু পৃথিবী বাদে অন্যান্য গ্রহগুলিতে অক্সিজেনের অভাব রয়েছে বায়ুমণ্ডলে।
৩. জল : প্রাণীর বেঁচে থাকার অত্যান্ত গুরুত্বপূর্ণ উপাদান হলো জল। কিন্তু পৃথিবী ছাড়া অন্য গ্রহগুলিতে জল পাওয়া যায়না।
৪. ক্ষতিকারক গ্যাস : - সৌরজগতের অন্যান্য গ্রহগুলিতে মিথেন ,
কার্বন-ডাই-অক্সাইড প্রভৃতি ক্ষতিকারক গ্যাস গুলির মাত্রা অনেক বেশি থাকে যা মানুষসহ অন্যান্য প্রাণীর জন্য ক্ষতিকর।
এই সব কারণের পৃথিবী ছাড়া অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব লক্ষ করা যায় না।
10. এরাটোসথেনিস কিভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেছেন ব্যাখ্যা করো।
উত্তর : - খ্রিস্টের জন্মের প্রায় ২০০ বছর আগে গ্রিক পন্ডিত ও জ্যোতির্বিদ এরাটোসথেনিস প্রথম মিশরের আলেকজান্দ্রিয়া ও সিয়েন - এই দুটি শহরের মধ্যাহ্নে সূর্যরশ্মির পতনকনের তারতম্য বিচার করে বিস্ময়করভাবে সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। তিনি ২১ জুন কর্কট সংক্রান্তির দিনে মধ্যাহ্নে সূর্যের পতনকোন পরিমাপ করেন। সিয়েন-এ সূর্যরশ্মির পতনকোন ৯০ ডিগ্রি এবং আলেকজান্দ্রিয়ায় সূর্যরশ্মির পতনকোন ৮২ ডিগ্রি ৪৮ মিনিট অর্থাৎ সিয়েন -এর সঙ্গে আলেকজান্দ্রিয়ার সূর্যরশ্মির পতনকনের পার্থক্য হয় ৭ ডিগ্রি ১২ মিনিট। অন্যদিকে এই দুই শহরের মধুবরিত দুরুত্ব প্রায় ৫০০০ স্টেডিয়া (১স্টেডিয়া = ১৮৫ মিটার) পরিমাপি করে দেখেন। তিনি
পৃথিবীকে গোলাকার (৩৬০ ডিগ্রি) ধরে এই পরিধি নির্ণয় করেন। অর্থাৎ পৃথিবীর পরিধি হয় ৫০০০ স্টেডিয়া x ৫০ (৩৬০ ডিগ্রি / ৭ ডিগ্রি ১২ মিনিট) = ২,৫০,০০০ স্টেডিয়া বা ৪৬,২৫০ কিমি।
11. পৃথিবীর গোলীয় আকারের স্বপক্ষে যুক্তি দাও।
অথবা ,
পৃথিবীর গোলীয় আকৃতির দুটি প্রমান দাও।
উত্তর : - পৃথিবীর অভিগত গোলাকার রূপের প্রমান হলো -
১. নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যসের পার্থক্য : - পৃথিবীর মেরু ব্যসের তুলনায় নিরক্ষীয় ব্যাস ৪৩ কিমি বেশি এবং পৃথিবীর নিরক্ষীয় পরিধি মেরু পরিধি অপেক্ষা ১৩৫ কিমি বড়ো। পৃথিবী নিখুঁত গোল হলে দুটি ব্যসের দৈর্ঘ্য একই হতো এবং দুটি পরিধির মানও একই হতো।
২. বস্তুর ওজন পরীক্ষা : নিরক্ষীয় অঞ্চলের তুলনায় সামান্য চাপা বলে মেরু অঞ্চলে মাধ্যাকর্ষণের প্রভাবও বেশি। এজন্য কোনো বস্তুকে নিরক্ষীয় অঞ্চলে ওজন করার পর মেরু অঞ্চলে ওজন করলে তার ওজন কিছুটা বেশি হয়।
12. ধূমকেতু কি?
উত্তর :- যেসব জ্যোতিষ্কের গ্যাসীয় উপাদানে তৈরী একটি উজ্জ্বল মাথা এবং তার পিছনে লক্ষ লক্ষ কিলোমিটার লম্বা ,
উজ্জ্বল বাষ্পময় বা ধূলিময় পুচ্ছ (লেজ) থাকে ,সেগুলিকে বলে ধূমকেতু। আকাশে হটাৎ হটাৎ এদের আবির্ভাব ঘটে। যেমন
- হ্যালির ধূমকেতু।
13. সৌরজগতের গ্রহগুলির নাম লেখো।
উত্তর : - সৌরজগতে মোট এট্টু গ্রহ আছে - ১. বুধ ২. শুক্র ৩. পৃথিবী ৪. মঙ্গল ৫. বৃহস্পতি ৬. শনি ৭. ইউরেনাস ও ৮. নেপচুন।
14. পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার হয় কেন ?
উত্তর :- কোনো
গোলকের দুই প্রান্ত চাপা ও মধ্যভাগ স্ফীত হলে ,
তাকে অভিগত গোলক বলে। পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরু প্রান্তদ্বয় একটু চাপা ও মধ্যভাগ অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল একটু স্ফীত।এর প্রধান কারণ হলো মাধ্যাকর্ষণ শক্তি। দুই
মেরু প্রান্তে মাধ্যাকর্ষণ বলের মান
অনেক বেশি থাকে তাই
মেরু প্রান্তদ্বয় একটু চাপা অন্য দিকে মধ্যভাগ অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে মাধ্যাকর্ষণ বলের মান অনেক কম থাকে তাই নিরক্ষীয় অঞ্চল একটু স্ফীত হয়। এই
জন্য পৃথিবীকে অভিগত গোলক বলা হয়।
15. দিগন্তরেখা কি ?
উত্তর : - কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে চারিদিকে দেখলে মনে হবে আকাশ ও ভূমি যেন এক বিরত্তরেখায় মিশে গেছে। ওই
বৃত্তররেখায় হলো দিগন্তরেখা। পৃথিবী গোলাকার বলেই দিগন্তরেখাকে বৃত্তচাপের মতো দেখতে লাগে।
নবম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী বড় প্রশ্ন উত্তর । প্রতিটি প্রশ্নের মান – 5 । ক্লাস 9 ভূগোল অধ্যায় 1 গ্রহরূপে পৃথিবী Class 9 Question Answer । নবম শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর ।
1. "পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা জিওড" - ব্যাখ্যা করো।
2. চিত্রসহ পৃথিবীর অভিগত গোলাকার রূপের প্রমান দাও।
নবম শ্রেণীর ভূগোল বিষয়ের সমস্ত অধ্যায়ের প্রশ্ন ও উত্তর । WBBSE Class 9 Geography Question and Answer / Suggestion / Notes পেতে প্রতিদিন Visit করো www.infoeducations.com । এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এখানে ক্লিক করে বিভিন্ন রকম আপডেট পেতে।
Frequently Asked Questions
Q1: What is the difference between latitude and longitude?
Answer: Latitude measures the distance north or south of the equator, while longitude measures the distance east or west of the prime meridian.
Q2: Why are there different time zones around the world?
Answer: Time zones exist because the Earth rotates on its axis, and different parts of the planet experience daylight and darkness at different times.
Q3: What are tectonic plates, and how do they affect the Earth's surface?
Answer: Tectonic plates are massive slabs of Earth's lithosphere that float on the mantle. Their movement causes earthquakes, volcanic eruptions, and the formation of mountains.
Q4: What is the water cycle, and why is it important?
Answer: The water cycle is the continuous movement of water on Earth through evaporation, condensation, and precipitation. It is essential for maintaining life and ecosystems.
Q5: What are the main factors that influence climate?
Answer:Climate is affected by factors such as latitude, elevation, distance from water bodies, oceanic currents, wind circulation, and human-induced activities.
Enter Your Comment